জাকারিয়া আল মামুন
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুর এ আলম শেখ এর পিতা মৃত জামাল উদ্দিন শেখ এর স্মরণে মিলাদ, দোয়া, এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ই এপ্রিল শুক্রবার বাদ আছর প্রথমে কাউন্সিলর নুর এ আলম শেখ এর বাবার কবর জিয়ারত করা হয়।
পরবর্তীতে কাউন্সিলরের নিজ বাড়ি ছাদে মোবারক হোসেনের সঞ্চালনায় এবং ৭ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব নূরে আলম এর সভাপতিত্বে মিলাদ, দোয়া, এবং ইফতার মাহফিল অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ভূইয়া এবং ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম শেখ।
কাউন্সিলর তার বক্তব্যে বলেন আমার নির্বাচনের প্রতিশ্রুতি ছিল আমি নির্বাচনে জয়লাভ করলে একটি টাকাও আমার নিজ প্রয়োজনে খরচ করব না, গতবছর রমজানে আমি ওয়ার্ডের সকল মসজিদ এবং ইমামদের মাঝে আমার বেতনের টাকা বন্টন করে দিয়েছি তারই ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমার বেতন এবং টিএ ডিয়ের টাকাটা আমি সকল মসজিদের সভাপতি / সাধারণ সম্পাদক দের হাতে (৬ হাজার করে) নগদ অর্থ তুলে দিয়েছি ইমামদের মধ্যে (১ হাজার করে) নগদ অর্থ বিতরণ করে দিয়েছি, তিনি উপস্থিত সকল ইমাম এবং আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আপনার এখানে এসেছেন আমি খুবই আনন্দিত এবং গর্বিত, আপনারা বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার জন্য, কালিগঞ্জের শান্তি কন্যা মেহের আফরোজ চুমকি এমপি আপার জন্য এবং আমার মরহুম বাবার জন্য সহ সকল মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ (টিপু), কাউন্সিলর আফসার হোসেন, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখার সভাপতি এম আই লিকন, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক রিয়াদ, বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তাদির হোসেন।