মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়ন নরসিংদী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ এপ্রিল মাধবদীর একটি রেস্টুরেন্টে সংগঠনটির জেলার নেতৃবৃন্দ ও অতিথিদের নিয়ে এই ইফতার মাহফিল সম্মন্ন হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন ফেব্রিক্স ও হাবিব উইভিং ফেক্টরীর কর্ণধার ও নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক মোহাম্মদ আল আমিন রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণীর কর্মচারী ইউনিয়ন নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ ইমরান খান। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সাবেক সদস্য মোঃ তৌহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক খোরাক পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক মোহাঃ শেখ সাদী, মাধবদী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রাজীব আহমেদ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের নরসিংদী জেলার সভাপতি মোঃ ছবির মিয়া, মাধবদী বাজারের ব্যবসয়ী ইঞ্জি. মোঃ জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ। বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান ৪র্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়ন নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণীর কর্মচারী ইউনিয়ন নরসিংদী জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাতেন মিয়া, জয়নাল আবেদীন, আল-আমিন মিয়া, আমজাদ হোসেন জাকির।