হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ইয়ামিন আহমেদ (৪) ও জান্নাত আক্তার (২)।
শনিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার মিরপুরের রঘুরামপুরে এ ঘটনাটি ঘটে ।
স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার মিরপুরের রঘুরামপুরের মো. সালাউদ্দিনের মেয়ে জান্নাত আক্তার ও মো. মহিউদ্দিনের ছেলে ইয়ামিন আহমেদ বাড়ির কাছে পুকুরের পাশে খেলছিল। একপর্যায়ে তাদেরকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করেন। এর এক পর্যায়ে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে যান নবীগঞ্জ-বাহুবল সার্কেল এর সিনিয়র এএসপি মো. আবুল খয়ের।