বিনামূল্যে দুই শিফটে সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগী দেখার ব্যবস্থা করার দাবি জানিয়েছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ।
বুধবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ আয়োজিত ‘সরকারি হাসপাতালে প্রাইভেট রোগী দেখা ও প্রাইভেট ব্যবসা বন্ধে’র দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান সংগঠনের নেতারা।
Aজনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফয়জুল হাকিম বলেন, গ্রামে ১৫ হাজার মানুষের জন্য একজন ও শহরে দেড় হাজার মানুষের জন্য একজন ডাক্তার রয়েছেন। অথচ সরকার চিকিৎসা সেবা দরিদ্র মানুষের কাছে পৌঁছানোর বদলে সরকারি হাসপাতালেই প্রাইভেট প্র্যাকটিস চালু করার উদ্যোগ নিয়েছে। এই বাণিজ্য বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। স্বাস্থ্যসেবা কোন পণ্য নয়, এটা সরকারের মাথায় রাখা উচিত। তাই বিনামূল্যে সরকারি হাসপাতালে দুই শিফটে রোগী দেখার ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি।
এ সময় আরো বক্তব্য রাখেন জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের সদস্য জয়দ্বীপ ভট্টাচার্য, ডা. হারুনু উর রশীদ প্রমুখ।