নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ দলিল লেখক সমিতি(বাদলেস) এর নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব নূর আলম ভূঁইয়াকে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় নরসিংদীর মাধবদীস্থ নূর আলম ভূঁইয়ার বাসভবনে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এ সম্মাননা স্মারক তুলে দেন।
এর আগে গত ২০ মার্চ (সোমবার) নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। উক্ত আনন্দ ভ্রমণে নরসিংদীর কৃতিসন্তান ও ৫ম বারের মতো বাংলাদেশ দলিল লেখক সমিতির নির্বাচিত সভাপতি আলহাজ্ব নূর আলম ভূঁইয়াকে সম্মানিত অতিথি করা হয়। কিন্তু দলিল লেখকদের স্বার্থে অন্যত্র কাজ থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি জেলার সংসাদকর্মীদের বৃহত্তর এই সংগঠণের সদস্যদের সেই আনন্দ ভ্রমণে উপস্থিত হতে পারেনি। ওইদিন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। কিন্তু তিনি সেখানে উপস্থিত না থাকায় মঙ্গলবার তার বাসভবনে গিয়ে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
নূর আলম ভূঁইয়ার হাতে ক্রেস্ট তুলে দেন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) সফিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সম্বনয়ক মকবুল হোসেন, বিশ্বনাথ পাল ও সদস্য মোখছেদুল হক ভূঁইয়া মানিক।
এসময় অন্যান্যের মধ্যে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু ও যুগ্ম সম্পাদক মো. কবির হোসেন উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব নূর আলম ভূঁইয়া বিশেষ প্রয়োজনে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণে উপস্থিত থাকতে না পারায় আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেন। সেই সাথে পরবর্তীতে ক্লাবের যেকোন অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি সহযোগিতার আশ্বাস প্রদান করে দলিল লেখকদের স্বার্থে দোয়া ও সহযোগিতা কামনা করেন।