সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ৬ দফা দাবিতে ইউনিলিভার শ্রমিকদের মানববন্ধন  কাপাসিয়ায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গনে মুচি বাড়ি নদী গর্ভে বিলীনের পথে কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩জনকে অর্থদণ্ড গাজীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন সচিব রেজাউল মাকছুদ জাহেদী মাধবদীতে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহত পরিবারকে অনুদান প্রদান বাংলাদেশ ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির মতবিনিময় সভা তিতুমীরস্থ পিরোজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা, আবু বকর সভাপতি, হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক এবং মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক  কাপাসিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন মালয়েশিয়া যাওয়া কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া

দাপুটে জয়ের দিনে বাংলাদেশের যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক / ৩৭ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৯:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেসে-খেলেই জয় পেয়েছে বাংলাদেশ। ৭৭ রানের জয়ে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি এদিন বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন সাকিব-লিটনরা। 

বাংলাদেশের দ্রুততম দলীয় ফিফটি

দুই দফা বৃষ্টির পর ম্যচ শুরু হলেও প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস এবং রনি তালুকদার। তাদের ঝড়ো ব্যাটিংয়ে ২১ খেলেই দলীয় অর্ধশতক পূর্ণ করে দল। এর আগে বাংলাদেশের দ্রুততম ফিফটি ছিল ২৪ বলে। ২০১৬ সালে এই আইরিশদের বিপক্ষেই রেকর্ড গড়েছিল টাইগাররা।

বাংলাদেশের দ্রুততম দলীয় শতরান 

এদিন শুরু থেকেই ব্যাট হাতে ভয়ংকর হয়ে ওঠেন লিটন। অপর প্রান্তে রনিও আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। সবমিলিয়ে ৪৩ বলে দলীয় শতক পূর্ণ করে টাইগাররা।  আগেরটি ছিল এই সিরিজের আগের ম্যাচেই ৫৩ বলে।

লিটন এদিন আইরিশ পেসারদের রীতিমতো কচু কাটা করছেন। ১৮ বলে স্পর্শ করেছেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম। মোহাম্মদ আশরাফুলের ২০ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস গড়েছেন এদিন এই উইকেটকিপার ব্যাটার।

লিটনের ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি ইনিংস

লিটন এদিন শুধু দ্রুততম ফিফটির রেকর্ডই গড়েননি, ছাড়িয়ে গেছেন নিজের সর্বোচ্চ রানের ইনিংসকেও। টি-টোয়েন্টিতে এতদিন তার সেরা ইনিংসটি ছিল ৭৩ রানের। আজ সেটিকে ছাড়িয়ে গেছেন। তবে ৮৩ রানের বেশি করতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। তার ৪১ বলের ইনিংসে ১০টি চারের পাশাপাশি ৩টি ছক্কার মার ছিল।

বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি

৪৪ রান করে রনি বিদায় নিলে ভাঙ্গে ১২৪ রানের উদ্বোধনী জুটি। দুর্দান্ত ব্যাটিং করা রনি শেষ পর্যন্ত সাজঘরে ফিরেছেন হাঁফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। হাঁফ সেঞ্চুরিটা না পেলেও এদিন লিটনের সঙ্গে ওপেনিং জুটিতে একটা রেকর্ড গড়েছেন তিনি। এটি টি-টোয়েন্টিতে দেশের হয়ে দ্বিতীয় সেরা জুটি। সর্বোচ্চ জুটি তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর।২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবিচ্ছিন্ন ১৩২ রানের জুটি গড়েছিলেন তারা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে নিজের তৃতীয় ওভারেই পঞ্চম উইকেট তুলে নেন সাকিব। আর এতে করে নিউজিল্যান্ডের টিম সাউদিকে (১৩৪) ছাড়িয়ে গড়েছেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। সাকিবের উইকেট সংখ্যা এখন ১৩৬টি।

সংবাদটি শেয়ার করুন :


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর