হবিগঞ্জ বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুৎফুর রহমান নামে (৪৮) এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৭মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামের আখঞ্জি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লুৎফুর রহমান ওই গ্রামের মৃত আব্দুল মতলিব মিয়ার পুত্র।
সুত্র জানায়,লুৎফুর রহমান সকালে বাড়ির পাশে বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটতে গেলে অসাবধানতাবশত: কাটা বাঁশটি বিদ্যুতের তাঁরে আছড়ে পড়ে। একপর্যায়ে কাটা বাঁশ ও বিদ্যুতের তাঁর লূৎফুর রহমানের উপর এসে পড়ে যায়। বিদ্যুতের তাঁর হাতে এসে লেগে ঘটনাস্থলেই লুৎফুর রহমানের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব,ইউপি চেয়ারম্যান শাহ মাসুদ কোরাইশী মক্কী ও ২নং ওয়ার্ডেও ইউপি সদস্য ছালেহ আহমদ ।