শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাপাসিয়ায় জেলা কর্মী সম্মেলন উপলক্ষে জামায়াতের প্রচারণা মিছিল  ৪৬তম বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ পাঁচবিবিতে আগামীর ভাবনা শীর্ষক কর্মশালা বিজ্ঞ মহানগর পিপি অফিসের বারান্দা থেকে হারিয়ে যাওয়া ০৯ বস্তা অর্থাৎ ১৯১১টি কেস ডকেট (ডিসি) উদ্ধার ও ০১ জন ব্যক্তি গ্রেফতার তারুণ্যের উৎসব উপলক্ষে বেলকুচিতে যুব সমাবেশ ও পিঠা উৎসব পালিত গাজীপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই- আগস্ট এর শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন হাজী তোফাজ্জল হোসেন কুলিয়ারচরে ভূমিদস্যুদের হাত থেকে ৬৫ বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠ পূর্ণদ্ধারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন সন্তান প্রসব, খুশিতে ভাসছে পরিবার গাজীপুরে খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া 

সৌদিতে ১৭ হাজার প্রবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক / ১৫২ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১০:৪২ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মাত্র এক সপ্তাহে ১৭ হাজার অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। দেশটির আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। রেসিডেন্সি, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত রেসিডেন্সি আইন ভঙ্গ করায় ৯ হাজার ২৫৯ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ৪ হাজার ৮৯৯ জন এবং শ্রমসংক্রান্ত বিষয় নিয়ে ২ হাজার ৪৯১ জনকে আটক করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধ সংঘটিত করে পালানোর চেষ্টাকারী এবং অপরাধীদের সহায়তা করার সময় ১৮ জনকে হাতেনাতে ধরা হয়েছে। এছাড়া সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় আরও ৬৮ জনকে আটক করা হয়েছে।

 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, যারা সৌদিতে অবৈধ প্রবেশে সহায়তা করবেন, আইন ভঙ্গকারীদের সহায়তা ও আশ্রয় দেবেন, তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ রিয়াল জরিমানা অথবা গাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

 

সৌদি আরবে যেন অবৈধভাবে কেউ থাকতে না পারেন সেটি নিশ্চিতে গত কয়েক বছরে বেশ কড়াকড়ি আরোপ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অবৈধ অভিবাসীদের ধরতে কয়েকদিন পরপর দেশের বিভিন্ন প্রান্তে অভিযান পরিচালনা করছে তারা। এসব অভিযানে অনেকে আটক হচ্ছেন এবং পরবর্তীতে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

সূত্র: খালিজ টাইমস।

সংবাদটি শেয়ার করুন :


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর