গাজীপুরের কালীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত এক কন্যা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
২৫ মার্চ শনিবার দুপুর ২.৩০ ঘটিকার কালীগঞ্জ থানাধীন জামালপুর ইউনিয়নের মেহেন্দীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশে নাজমুল এর পুকুরে প্লাস্টিকের হলুদ বস্তায় বন্দি অবস্থায় একটি লাশ পরে ভাসতে এলাকাবাসী দেখে পুলিশকেখবর দেয়।
থানা সূত্রে জানা যায় পুলিশ ঘটনার সংবাদ পাইয়া ঘটনাস্থলে গিয়া অজ্ঞাত নামা মেয়ে বয়স অনুমান (০৫-১০)বছর এর মৃত দেহ আংশিক পচন ধরা অবস্থায় উদ্ধার করে। মেয়েটির পড়নে লাল রংয়ের কামিজ ও হাফপ্যান্ট পরা ছিল।
কালীগঞ্জ থানার এস.আই ফজলুল হক জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে দুষ্কৃতকারীরা অজ্ঞাত শিশুটিকে ৪/৫দিন পুর্বে হত্যা করে বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়। লাশটি ফুলে যাওয়ায় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।
পিবিআই, গাজীপুর ঘটনাস্থলে এসে লাশ টি সনাক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।