মনিরুজ্জামান, নরসিংদী প্রতিনিধি,
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ, আলোচনা সভা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) দুপুর সাড়ে বারোটায় ড্রিম হলিডে পার্কের মল্লিকা পিকনিক স্পটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ আলোচনা সভা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণের পর তাদেরকে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুল ইসলাম রিপন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন এফবিসিসিআইয়ের পরিচালক, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সফল প্রেসিডেন্ট আলী হোসেন শিশির (সিআইপি),
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও মেসার্স আল-আমিন ফেব্রিক্স এর ব্যাবস্থাপনা পরিচালক আল-আমিন রহমান।
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রাজু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির’র যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সম্মানীত উপদেষ্টা বাবু মাখন দাস।
এসময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন,মুগদা মেডিক্যাল কলেজের অধ্যাপক ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান বাবু সুবিনয় কৃষ্ণ পাল, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্য রাখেন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, সমন্বয়ক মকবুল হোসেন (সাবেক কমিশনার), যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ ভ্রমণ বাস্তবায়ন উপকমিটির সদস্য সচিব এম ওবায়েদুল কবীর প্রমুখ।
এসময় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সম্মানীত সমন্বয়ক, কার্যকরী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মধ্যাহ্ন ভোজের পর আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
র্যাফেল ড্র এর প্রথম পুরস্কার বিজয়ী হন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, দ্বিতীয় পুরস্কার বিজয়ী হন সংগঠনের সহ-সভাপতি ও আনন্দ ভ্রমণ বাস্তবায়ন উপকমিটি আহ্বায়ক মনিরুজ্জামান এবং তৃতীয় পুরস্কার বিজয়ী হন মোঃ আমজাদ হোসেন।
মাধবদী থানার ওসি অপারেশন্স জসিম উদ্দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পরে সকল সদস্যরা ড্রিম হলিডে পার্কের বিভিন্ন রাইডে আরোহন করাসহ দর্শনীয় স্থান সমূহ পরিদর্শন করে সন্ধ্যার পর আনন্দঘন পরিবেশে বাড়ি ফেরে।