মোঃ আশরাফুল ইসলাম, নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ফসলি জমি নষ্ট করে হাইকোর্টর রায় অমান্য করে অবৈধ ভাবে চলছে মাটি বিক্রি ও পুকুর খননের কাজ। এতে ব্যাবহিত হচ্ছে লাইসেন্স বিহীন, ফিটনেস বিহীন অবৈধ গাড়ির, ট্রাক্টর। যা ব্যাবহারে বিগত দিনে দূর্ঘটনায় প্রান হানি হলেও টনক নরেনি প্রশাসনের।
আর কতো প্রান হানি ঘটলে প্রশাসনের টনক নড়বে? অবৈধ ভাবে মাটি কাটায়, সেই মাটি রাস্তায় পড়ে ধূলো দিয়ে রাস্তায় জরাজীর্ণ অবস্থা তৈরি করে। আজ সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদা দিয়ে তৈরি হয় মরণ ফাঁদ! সাধারণ যান চলাচলে বিঘ্ন ঘটে এতে, দূর্ভোগে পরে সাধারণ মানুষ। এলাকা বাসী বলেন প্রশাসনের নিরবতার কারনেই আজ আমাদের এমন দূর্ভোগ।