মোঃ আশরাফুল ইসলাম , নাটোর প্রতিনিধি
আজ শুক্রবার আনুমানিক সকাল দশটার দিকে বড়াইগ্রাম থানা মোড় ঢাকা রাজশাহী হাইওয়ে সড়কে সুপার সনি নামক এক যাত্রী বাহী বাসের সংগে একটি মাছ বাহী পিক আপের মুখো মুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনা স্থলেই মারা যান পিকআপ চালক মোঃ আলমগীর হোসেন (৩৫) । জানতে পারা যায় তার বাসভূমি সিরাজগঞ্জ জেলায় সলংগা থানায় । আরো হতাহত হয় প্রায় ছয় জন , তাদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
এদের মধ্যে একজনের অবস্থা আসংকাজনক হওয়ায় তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়।
পরে বনপারা হাইওয়ে পুলিশ এসে রাস্তা ক্লিয়ার করলে যান চলাচল স্বাভাবিক হয়।