সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ৬ দফা দাবিতে ইউনিলিভার শ্রমিকদের মানববন্ধন  কাপাসিয়ায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গনে মুচি বাড়ি নদী গর্ভে বিলীনের পথে কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩জনকে অর্থদণ্ড গাজীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন সচিব রেজাউল মাকছুদ জাহেদী মাধবদীতে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহত পরিবারকে অনুদান প্রদান বাংলাদেশ ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির মতবিনিময় সভা তিতুমীরস্থ পিরোজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা, আবু বকর সভাপতি, হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক এবং মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক  কাপাসিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন মালয়েশিয়া যাওয়া কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া

পাবনা জেলা আওয়ামীলীগে, ছাত্রলীগ নেতা হত্যার আসামি ও বিএনপি পরিবারের সন্তান

D News 24 ডেস্ক : / ৬২ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৯:৩০ অপরাহ্ণ

মারুফ সরকার,স্টাফ রির্পোটার:

পাবনা জেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান পেয়েছেন ছাত্রলীগ নেতা হত্যার আসামি ও বিএনপি পরিবারের সন্তান।

সম্প্রতি ঘোষিত পাবনা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখার ছাত্রলীগের সাবেক দুই নেতার হত্যা মামলার আসামী এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান মিন্টু। এবং তিন নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপি পরিবারের সন্তান কামরুজ্জামান উজ্জল। তবে এ কমিটির বিষয়ে আপত্তি জানিয়েছে জেলা আওয়ামীলীগ।

অভিযোগ রয়েছে, কামরুল হাসান মিন্টু ১৯৯৪ সালে ছাত্রলীগ নেতা রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। ১৯৯৬ সালে জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে ছাত্রলীগের তৎকালীন আরেক নেতা ফুল’কে হত্যা করা হয়। রঞ্জুর ভাই ছিলেন ফুল। পরবর্তীতে বিএনপির সময়ে, ছাত্রলীগের হত্যাকারী থেকে রাষ্ট্রপতি মারছি নিয়েছিলেন মিন্টু।

এদিকে জেলা আওয়ামী লীগের তিন নাম্বার যুগ্ন সাধারণ সম্পাদক করা হয়েছে কামরুজ্জামান উজ্জলকে। অভিযোগ আছে, কামরুজ্জামান উজ্জল বিএনপি পরিবারের সন্তান এবং চাচা বিএনপি এমপি ছিলেন ২০০১-২০০৬ সেলিম রেজা হাবিব সাবেক এমপি। তার বাবা ২০০৯ সালে সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সেলিম রেজা হাবিবের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য ছিলেন। তার পরিবার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তার পেছনে মদদদাতা হিসেবে কাজ করছে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশ কাণ্ডের ঘটনায় আলোচিত ঠিকাদার শাহাদত হোসেন।

এ বিষয়ে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স বলেন, কামরুল হাসান মিন্টু বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন। ২০২০ সালের দিকে আওয়ামী লীগে যোগ দেন। কিন্তু সম্প্রতি ঘোষিত কমিটিতে তাকে এক নম্বর যুন্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসা নেতা-কর্মীরা ক্ষুদ্ধ হয়েছে। আমরা ইতিমধ্যে কেন্দ্রে এ বিষয়ে অভিযোগ দিয়েছি।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, এতো অল্প সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হওয়ার পরপরই এতো বড় পদবী দেওয়া ঠিক হয়নি।

জানা গেছে, ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি বিএনপিতে যোগ দেন মিন্টু। পরবর্তীতে তিনি পাবনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

এসব অভিযোগের বিষয়ে সম্প্রতি ঘোষিত পাবনা জেলা আওয়ামী লীগের কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। কিন্তু কেউ বিএনপি থেকে হঠ্যাৎ করে এসে ভালো পদবি পেয়ে যাবে সেটা মেনে নেওয়া যায় না। সম্প্রতি ঘোষিত কমিটিতে তিন নাম্বার যুগ্ন সাধারণ সম্পাদক করা হয়েছে কামরুজ্জামান উজ্জলকে। সে বিএনপি পরিবারের সন্তান।

তিনি আরও বলেন, এই কামরুজ্জামান উজ্জলের পেছনে মদদদাতা হিসেবে কাজ করছে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশ কাণ্ডের ঘটনায় আলোচিত ঠিকাদার শাহাদত হোসেন। আমরা ছাত্র অবস্থা থেকে আওয়ামী লীগের রাজনীতি করে এসে এদেরকে কমিটিতে এত বড় পদবীতে মেনে নিতে পারি না।

এদিকে কামরুজ্জামান উজ্জল নিজেকে দাবি করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি তথ্য গবেষণার সদস্য। তাকে এই পদবী ব্যবহার করে পোস্টারিংও করতে দেখা গেছে। তবে তিনি এই কমিটির কোনো সদস্য ছিলেন না বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের তথ্য গবেষণা উপকমিটির সদস্য রায়হান কবির লিপন।

সংবাদটি শেয়ার করুন :


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর