নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দক্ষিন ভাদার্ত্তী গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র পূর্ব শত্রুতার জের ধরে হামলায় জাহেদ মিয়া (৩৪) সহ তিন জন আহত হয়। জাহেদ বাদি হয়ে ৫ জনের নামে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়।
শুক্রবার (২৪শে ফেব্রুয়ারী ) রাত অনুমান ০৯.৩০ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, মোঃ জাহেদ মিয়া(৩৪), লিটন মিয়া, সাদ্দাম হোসেন(২৬)। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
আহতের স্বজনেরা জানান পিয়াস, রাজু, আলভীর সাথে ফোটবল খেলত জাহেদ ও সাদ্দাম। ফোটবল খেলা নিয়ে তাদের সাথে দীর্ঘদিন ধরে জামেলা চলছিল । এ নিয়ে অনেক বিচারও হয় এলাকাতে।
অভিযোগে জাহেদ বলেন শুক্রবার (২৪শে ফেব্রুয়ারী ) রাত অনুমান ০৯.৩০ ঘটিকার দিকে আমার বাড়ির পাশে রাস্তায় থাকা অবস্থায় আমার কাকা লিটন মিয়াকে দিয়ে ডাকিয়ে নেয় জসিম, পিয়াস, রাজু, আলভী ও লেয়াকতরা। এক পর্যায়ে আমি সাহ আমার পরিরারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালজ শুরু করলে আমার ছোট বোন এর ন্যায় সংগত প্রতিবাদ করিলে উল্লেখিত বিবাদিরা আমি এবং আমার ছোট ভাই ও কাকার উপর হামলা চালায়। এক পর্যায়ে জসিম(৪০) এবং পিয়াস (২০) তাদের হাতে থাকা ধারালো ছুড়ি দিয়ে হত্যার উদ্দেশ্যে সাদ্দামের মাথায় আঘাত করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পর সাদ্দাম হোসেন যানায় যারা আমার উপর হামলা করেছে আমি তাদের বিচার চাই।'
এ বিষয়ে কালিগঞ্জ থানার ওসি মোঃ আনিছুর রহমান বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।