নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদীতে রিজার্ভারের পূর্ণ খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ডিমলা উপজেলার বুড়ি তিস্তা ব্যারেজ থেকে এই নদীর পূনঃ খনন কাজের উদ্বোধন করেন,
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার (এমপি)। মাননীয় জাতীয় সংসদ সদস্য নীলফামারী-১ (ডোমার ডিমলা)
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহেদ বাহাদুর উপজেলা চেয়ারম্যান জলঢাকা উপজেলা পরিষদ।
বীর মুক্তিযোদ্ধা, তবিবুল ইসলাম উপজেলা চেয়ারম্যান ডিমলা উপজেলা পরিষদ।
উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার বলেন, ৬৪টি জেলায় অভ্যন্তরিন ছোট নদী, খাল এবং জলাশয় পুন: পূর্ণঃ খনন প্রকল্পের অধীনে ১২শত একর জমির মধ্যে ৫শত একর জমি ক্যাট প্রকল্পের আওতায় বুড়ি তিস্তা নদী খননে দৈর্ঘ্য- ৪.৫০ কি.মি. ও প্রস্থ ২.৫০ কি.মি. এবং ব্যারেজে খনন ৬ হেক্টরের মধ্যে ১ লক্ষ ৪ হাজার কৃষি জমি ৯ ফিট গভীরতায় প্রায় ৯০ কোটি টাকা বরাদ্দে কাজ উদ্বোধন করা হচ্ছে আজ। এতে কৃষক সহজে পানি পাবে , মাছ চাষ হবে। আরো উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার, বেলায়েত হোসেন।
ডিমলা থানার, অফিসার ইনচার্জ লাইছুর রহমান , জলঢাকা থানার, অফিসার ইনচার্জ, মোঃ ফিরোজ কবির, উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বঃ করেন, কৃষ্ণ কমল সরকার, নির্বাহী প্রকৌশলী নীলফামারী পওর বিভাগ বাপাউবো নীলফামারী। এ সময় আরো উপস্থিত ছিলেন, আব্দুল হান্নান প্রধান, উপ-বিভাগীয় প্রকৌশলীঃ জলঢাকা পওর বিভাগ। মোঃ তাসমীনুর রহমান উপ-বিভাগীয় প্রকৌশলীঃ (ভারপ্রাপ্ত) নীলফামারী পওর বিভাগ-২ বাপাউবো নীলফামার। উপ-সহকারী প্রকৌশলীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।