আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম বলেন, বায়ান্নোর ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি রাষ্ট্রভাষা বাংলা, আর ১৯৭১ এর মুক্তিযুদ্ধ করে পেয়েছি স্বাধীন মাতৃভূমি বাংলাদেশ।
১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে সূচনা হয় স্বাধীনতার পটভূমি আর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জনের মাধ্যমে তা শেষ হয়। বাঙ্গালী জাতিকে রক্ত দিয়ে মাতৃভাষা ও স্বাধীনতা অর্জন করতে হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আন্দোলন ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় “আট-আনায় জ্ঞানের আলো কেনা ট্রাস্ট” এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসন আয়োজিত মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৭ দিন ব্যাপী ত্রয়োদশ গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তানভীর ইমাম এমপি প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলছিলেন।
গ্রন্থমেলার সভাপতি উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি বিশিষ্ট লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) এএসএম শামসুল আরেফিন সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা।
প্রধান অতিথি তানভীর ইমাম এমপি সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে গ্রন্থ মেলার উদ্বোধন করে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ বছর মেলায় ৬০ টি স্টল স্থান পেয়েছে। উদ্বোধনের পর মেলাটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। মেলা প্রথম দিনই জমে উঠেছে ।