সৌর বিদ্যুৎকেন্দ্রের নিচের অংশে কৃষি উৎপাদনে সফলতা পেয়েছে বিদ্যুৎ বিভাগ। যা দক্ষিণ এশিয়াতে প্রথম বলে জানিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রতি ইঞ্চি জমিতে ফসল উৎপাদনের নির্দেশ দিয়েছেন। সৌর বিদ্যুৎকেন্দ্রের অনাবাদী জমিতেও ফসল ফলিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করছে বিদ্যুৎ বিভাগ।’
এর আগে ২২ নভেম্বর এক ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী জানান, ‘সিরাজগঞ্জে নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের সাড়ে ৬ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রের নিচে পরীক্ষামূলক কুমড়ো গাছ লাগানো হয়েছিল। সেখানে চারা হয়েছে। কাঙ্ক্ষিত সবজি উৎপাদন হলে পরবর্তীতে ছায়া ফসল (শেডস ক্রপস) লাগানো হবে।
নসরুল হামিদ আরও বলেন,এ ধরনের উদ্যোগ দক্ষিণ এশিয়াতে এই প্রথম। আমরা পরিকল্পনা করছি, দেশের সকল সৌর বিদ্যুৎকেন্দ্রের পতিত জায়গায় সবজি ও ফসল চাষ করে প্রতি ইঞ্চি অনাবাদি জমিকে খাদ্য উৎপাদনের আওতায় নিয়ে আসার।