দীর্ঘ তিন বছর পর নোয়াখালীতে পর্দা উঠল বঙ্গবন্ধু জেলা ফুটবল লিগের। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ ভুলু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
নোয়াখালী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ও প্রাইম ওয়েল টায়ার লিমিটেডের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টে ৭টি ক্লাব অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় ব্রাদার্স ইউনিয়ন নোয়াখালী ও সানরাইজ স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে।
নোয়াখালী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান,পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।