তাজুল ইসলাম সোহাগ মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর মাধবদীতে অবস্থিত স্বনামধন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা মাধবদী শাখার আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পক্ষ অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ ফেব্রæয়ারি সকাল সাড়ে ৮টায় মাদরাসা সংলগ্ন বালুর মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। খেলাধুলার প্রতিযোগিতার পাশাপাশি একসপ্তাহ পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কুরআন তেলাওয়াত , ইসলামী সংগীত, বক্তৃতা, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার পর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মহা ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর মোঃ আসলাম মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা মাধবদী শাখার প্রধান মুহাম্মদ আবু তৈয়ব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী নৌ ফাড়ির ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদার, মাধবদীর ব্যবসায়ী ইব্রাহিম খলিল, সাপ্তাহিক খোরাক পত্রিকার বার্তা সম্পাদক এমদাদুল হক মিলন, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুছা মিয়া। অত্র মাদরাসার ভাইস প্রিন্সিপাল মোঃ ওবায়দুল্লাহর সার্বিক তত্ত¡বধানে হিফয বিভাগের প্রধান আবুল কালাম আরিফের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আব্দুল মালেক, ইমরান হোসাইন, এমদাদ হোসেন, সোহেল হোসেন, মোবারক হোসেন সহ মাদরাসার সকল শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।