ময়মনসিংহ বিভাগে আগামী ১১ মার্চ সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদের সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট সব নেতাকর্মীকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।
গত ২৯ জানুয়ারি রাজশাহী মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।