মোঃ লোকমান হোসেন পনির - নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে,ঢাকা গ্রুপ লিঃ সৌজন্যে ওয়াজ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ই ফেব্রুয়ারী) দুপুরে বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন মাঠে ওয়াজ মাহফিলের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন পালোয়ান।
হরিদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আব্দুল আজিজ পালোয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোতাহার হোসেন মোল্লা। বিশেষ অতিথি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ ঢাকা গ্রুপের চেয়ারম্যান মো. রুবেল পালোয়ান।
মাহফিলে তাকরীর পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার হযরত মাওলানা আব্দুল্লাহ্ আল-আমীন। আছরের নামাজের পূর্বে শত শত মুসুল্লী সাধারণকে নিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।