গাজীপুর প্রতিনিধি : তাবলীগ জামাতের দু’গ্রুপর মধ্যে নানা জটিলতা নিরসনে শুক্রবার গভীর রাতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির গাজীপুর টঙ্গী নোয়াগাঁওয়ের বাসভবনে পূর্ব নির্ধারিত এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী বিশ্ব ইজতেমা কোন গ্রুপ আগে করবে, ইজতেমা মাঠ সারাবছর কাদের নিয়ন্ত্রণে থাকবে, মালসামানার রক্ষণাবেক্ষণে কারা থাকবে এমন সব নানা বিষয়াদির সুরাহ করতে মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। পূর্ব নির্ধারিত প্রথম ভাগের বৈঠকে অংশ নেন সাদ অনুসারীরা। দ্বিতীয় ভাগে অংশ নেন জোবায়ের পন্থীরা। এসময় বৈঠকে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মাহবুব উজ্জামান, সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান, টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম ও পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম।