প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২৩, ১১:৫৯ অপরাহ্ণ
গাজীপুরে ঘরে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ
-
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর চক্রবর্তীটেক এলাকায় বিয়ের কথা বলে ঘরে আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এ ঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে কাশিমপুর থানায় মামলা করেছেন।
অভিযুক্ত ধর্ষক দুই সন্তানের পিতা আজাদ সরদার (২৮) বগুড়ার আদমদীঘি থানার কেল্লাপাড়া ছাতনি গ্রামের মৃত মোতাহার সরদারের ছেলে। তিনি কাশিমপুরের লতিফপুর মোহাম্মদ নগরের শরিফের বাড়ির ভাড়াটিয়া।
জানা গেছে, ১৪ বছরের ওই কিশোরীর বাড়ি রংপুরের পীরগঞ্জে। পরিবারের সাথে সে কাশিমপুর থানার চক্রবর্তীটেক এলাকায় ভাড়া থাকে। তার বাবা-মা গার্মেন্টস শ্রমিক। প্রতিবেশী আজাদ সরদার কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে পাশের মুদি দোকানে গেলে বিয়ের কথা বলে ফুসলিয়ে নিজের ভাড়া বাসায় নিয়ে যায় এবং রাতে জোরপূবর্ক ধর্ষষ করে। দীর্ঘ সময় পরও মেয়ে বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন বাবা-মা। আজাদ কিশোরীকে নিজ ঘরে আটকে রেখেছে এমন খবর পেয়ে পরদিন সকাল ৯টার দিকে প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করেন বাবা।
- ###
Copyright © 2024 D News 24 TV. All rights reserved.