কাজী মোঃ আব্দুল মান্নান
শুক্রবার দিনব্যাপি গাজীপুর মহানগরের ১৯ ওয়ার্ডের দেশিপাড়া গ্রামে রোটারি ক্লাব অব ভাওয়ালের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়। আশে পাশের গ্রামসহ প্রায় ১৫০০ শত রোগীকে এ সেবা প্রদান করা হয়। উক্ত প্রোগ্রােমে চেয়ার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মোসলেম উদ্দিনের নেতৃত্বে এ চিকিৎসা সেবা পরিচালিত হয়। এখানে চক্ষু, কিডনী, ডায়াবেটিস, গাইনী ও স্ত্রী রোগ, মেডিসিন এবং চর্ম ও যৌন রোগের কয়েকশত রোগী এ সেবা গ্রহণ করে থাকেন। ওই সময় প্রোগামে রোটারি ক্লাব অব ভাওয়ালের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আলী হোসেন, প্রসিন্ডেন্ট ইলেক্ট রোটারিয়ান শেখ শফিকুল ইসলামসহ সকল রোটারেক্টর ও ইন্টাব্যাক্টরগণ উপস্থিত ছিলেন। যে সকল ডাক্তারগণ বিনামূল্যে এ সেবা প্রদান করেন তারা হলেন, ডাঃ রজত রন্টি পাল কিডনি ও মেডিসিন বিশেষজ্ঞ, ডাঃ মাহবুব এ খোদা ডায়াবেটিস, ডাঃ ফেরদৌসি বেগম গাইনী বিশেষজ্ঞ, ডাঃ আহসানুল হক চৌধুরী চক্ষু বিশেষজ্ঞ, ডাঃ এ জি এম শহিদুল হক স্ক্রিন ও সেক্স বিশেষজ্ঞ ও ডাঃ শেখ আকরাম আনজুম কাফি প্রমুখ।
####