দোহা থেকে একটু দূরে অবস্থিত আল থুমামা স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে আজ ফরাসি উৎসব হলো। কিলিয়ান এমবাপের জোড়া ও অলিভিয়ের জিরুর এক গোলে ফ্রান্স শেষ আট নিশ্চিত করেছে। ১-৩ গোলে হেরে পোল্যান্ড দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিল। ফ্রান্সের শেষ আটের প্রতিপক্ষ ঠিক হবে আজ রাতের ম্যাচে ইংল্যান্ড ও সেনেগাল ম্যাচের পর।
বিশ্বকাপের কোয়ার্টার নিশ্চিতের পাশাপাশি এই ম্যাচে ফ্রান্স অনেক রেকর্ডও করেছে। জিরু ৪৪ মিনিটে গোল করে যাত্রা শুরু করেন এই ম্যাচে। এর মাধ্যমে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন এই ফরোয়ার্ড। জিরুর গোলে লিড নিয়ে বিরতিতে ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা।
আজকের ম্যাচে পোল্যান্ড ছিল আর্জেন্টিনা ম্যাচের বিপরীত। সেই ম্যাচে রক্ষণের খোলসে থাকলেও ফ্রান্সের বিপক্ষে আক্রমণে গিয়েছে অনেক। ৩৮ মিনিটে গোল পেয়েই গিয়েছিল পোল্যান্ড। ফরাসি গোলরক্ষক হুগো লরিস প্রথমে পা দিয়ে প্রতিহত করেন। এরপর ফিরতি বলে আবার শট হয়। সেটা গোললাইন সেভ হয়৷
ম্যাচের ১৫ মিনিটের মধ্যে চারটি কর্নার আদায় করেছিল ফ্রান্স। যদিও গোল পেতে ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এমবাপে, জিরু, অ্যান্টোয়ান গ্রিজমানকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। প্রথমার্ধে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে পোল্যান্ড এমবাপে ঝলকে ম্যাচ থেকে ছিটকে গেছে। ইনজুরি সময়ে ভিএআরে পেনাল্টি পায় পোল্যান্ড। সেই পেনাল্টি হুগো লরিস প্রথমে ঠেকান। পরে আবার পেনাল্টি নেয়ার নির্দেশ দেন। সেই পেনাল্টিতে পোল্যান্ডের গোল হওয়ার পরই ম্যাচ শেষ হয়।