১৭ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে গিয়েই করুণ দশা হয় ইংল্যান্ডের। ম্যাচের আগের দিন অসুস্থ দলের অর্ধেক খেলয়াড়। বাতিল হয়েছে ম্যাচের আগের দিনের ফটোসেশন। তবে সুস্থ হয়ে মাঠে ফিরেই রেকর্ডের ফোয়ারা ছোটালেন ইংলিশ ক্রিকেটাররা। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে একাধিক রেকর্ড গড়েছে বেন স্টোকসের দল।
চারদিকে এখন ফুটবল বিশ্বকাপ ঝড়। তবে এমন পরিস্থিতিতেও আলো কেড়েছে পাক-ইংলিশ টেস্ট। কাড়বে না-ই বা কেন। কারণ টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মূলত টি-টোয়েন্টির আদলে। আর তাতে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটের প্রথম দিনে ৫০০ রান দেখল ক্রিকেটবিশ্ব।
১৯১০ সালে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিন ৪৯৪ রান করেছিল অস্ট্রেলিয়া। এবার সে রেকর্ড টপকালেন বেন স্টোকসরা। প্রথম দিনের খেলা শেষে তাদের স্কোর ৪ উইকেটে ৫০৬ রান!
শুধু এটাই নয়। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে রেকর্ড হয়েছে আরও কয়েকটি। এদিন ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছেন ৪ জন। টেস্ট ক্রিকেটে প্রথমদিনে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এটা। ওপেনার জ্যাক ক্রলির করা ৮৬ বলের সেঞ্চুরিটি ইংলিশ কোনো ওপেনারের দ্রুততম সেঞ্চুরি।
প্রথম টেস্টে সকালের সেশনে ইংল্যান্ড করে ১৭৪ রান, যা টেস্ট ক্রিকেটের প্রথম সেশনে সর্বোচ্চ রান। বোলারদের জন্য নিষ্প্রাণ উইকেটে আজ জ্যাক ক্রলি ও বেন ডাকেট ১৩.৫ ওভারেই শতরান তুলে ফেলেন। ডাকেট ১০৭ রানে ফিরলে ২৩৩ রানে ভাঙে ইংলিশদের উদ্বোধনী জুটি। ওপেনারদের এ জুটিতেও রেকর্ড হয় একটি। টেস্ট ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি জুটির রেকর্ড এটা।
রাওয়ালপিন্ডিতে আজ টস জিতে শুরুতে ব্যাটিং করে ইংল্যান্ড। দুই ওপেনারের ২৩৩ রানের ঝড়ো জুটির পর রানের ধারা বজায় রাখেন ওলি পোপ ও হ্যারি ব্রুক। দুই ওপেনারের পর এই দুজনও পেয়েছেন সেঞ্চুরি।
আলোকস্বল্পতায় দিনের খেলা সমাপ্তি ঘোষণার আগে হ্যারি ব্রুক ৮১ বলে ১৪ চার ও ২ ছয়ে ১০১ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক স্টোকসও খেলেছেন আগ্রাসী ইনিংস, ১৫ বলে ৬ চার ও ১ ছয়ে ৩৪ রানে অপরাজিত আছেন তিনি।
পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল জাহিদ মাহমুদ। অভিষেকে ২৩ ওভার বল করে ১৬০ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।