জাকারয়িা আল মামুন
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের মরহুম ইলতু মেম্বার এর বড় ছেলে জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ৩নং ওয়ার্ড, বর্তমান ০৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মেজবাহ উদ্দিন মঞ্জু গতকাল রাত ১০ ঘটি কার সময় ষ্ট্রোক করে তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি মৃত্যুর পূর্বে কালীগঞ্জ উপজেলা কৃষক লীগের উপ দপ্তর সম্পাদক এর দায়িত্ব পালন করছিলেন। তিনি জামালপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল বাতলে মোড়ল সাহেবের সময়ে (১৯৯০ থেকে ২০০৩) সালের মধ্যে একবার সাবেক ৩নং ওয়ার্ড ইউপি মেম্বার ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সম্পাদক মনিরুজ্জামান ( অরুন) এর মামা ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সজল এর বড় ভাই। মৃত্যুর সময় তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে মারা যান।
মরহুমের জানাযার নামাজ অদ্য ২৮ নভেম্বর সোমবার সকাল ১১ঘটিকার সময় তাহার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
এক শোক বার্তায় বাংলাদেশ মহীলা আওয়ামীলীগ সভাপতি ও কালীগঞ্জের বর্তমান সংসদ সদস্য জনাব মেহের আফরোজ চুমকি এমপি মরহুমদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের শোকসন্তপ্ত পরিবোরের প্রতি গভির শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এইচ এম আবু বকর চৌধুরী, জামালপুর ইউপি চেয়ারম্যান জনাব খাইরুল আলম, উপজেলা আওয়ামীলীগ সহ-দপ্তর সম্পাদক আসাদুজ্জামান বরুন, উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর, ৭ নং ওয়ার্ড ইউপি মেম্বার নাজমুল শেখ, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোকাম্মেল হোসেন, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহাবুবর রহমান খান (ফারুক মাষ্টার) ও সাধারণ সম্পাদক মোশাররফ মোড়ল সহ অন্যান্য নেতৃবৃন্দ।