জাকারিয়া আল মামুন
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ফুলকুড়ি একাডেমীর ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে ক্লাসপার্টি ও আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
জনাব সোলাইমান মোড়ল, দেলোয়ার মোড়ল এবং জাকারিয়া মোড়লের সম্পাদনায় এবং জামালপুর ফুলকুড়ি একাডেমীর পরিচালক জনাব ছাদেক হোসাইন এর সঞ্চালনায় সভাপতিত্ব করার কথা থাকলেও দাপ্তরিক কাজে ব্যাস্ত থাকায় উপস্থিত থাকতে পারে নাই জামালপুর ইউপি চেয়ারম্যান খা্ইরুল আলম।
২৬শে নভেম্বর শনিবার সকালে বিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি বলেন, সরকারের নানা উদ্যোগের পরও প্রাথমিক শিক্ষার মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মান উন্নত করতে হলে সবার আগে শিক্ষকদের সামর্থ্য, দক্ষতা ও আন্তরিকতা নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির ভূমিকা নিশ্চিত করতে হবে। পাঠকে আনন্দময় করতে হলে ছাত্র-ছাত্রীর ঘাড় থেকে অতিরিক্ত বইয়ের বোঝা নামাতে হবে। এ ছাড়া শিক্ষক-অভিভাবক সম্পর্ক সুন্দর হতে হবে। শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা, আর এ ভিত্তি মজবুত করতে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের এক সাথে কাজ করতে হবে।
বিশেষ অতিথি জামালপুর নুবহা জেনারেল হাসপাতালের এম.ডি জনাব মিলন মিয়া তার বক্তব্যে পরীক্ষার্থীদের বিভিন্ন উপদেশ এবং পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন রকম পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বেনুজীর আহমেদ, সভাপতি আলোর দিশারী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ। জনাব রেনুকা ইয়াসমিন, প্রধান শিক্ষক চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়। জনাব স্বপন কুমার দেবনাথ, প্রধান শিক্ষক চুপাইর উচ্চ বিদ্যালয়। জনাব দিলীপ কুমার বণিক, প্রধান শিক্ষক গঠনিকা বিদ্যানিকেন। জনাব সজীব মিয়া, প্রভাষক , নরসিংদী মডেল কলেজ। জনাব মোহাম্মদ আলী খোকন, পরিচালক, কালীগঞ্জ শিশু একাডেমী। জনাব সাজেদা বেগম, পরিচালক রেঁনেসা প্রি কাডেট একাডেমী।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক / শিক্ষিকা, ছাত্র/ছাত্রী ও এলাকার গণ্যমান্যমান্য ব্যক্তিবর্গ। পিএসসি পরীক্ষার্থীদের অভিভাবক-অভিভাবিকাগণ।