প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২২, ৫:৫৪ অপরাহ্ণ
গ্রামীণ ব্যাংক গাজীপুর যোনে কেন্দ্র প্রধান বৈঠক অনুষ্ঠিত
মোঃ ফরিদ উজ জামান
গ্রামীণ ব্যাংক গাজীপুর যোনের জাংগলীয়া কালীগঞ্জ শাখায় অদ্য ২৩-১১-২০২২ ইং তারিখে হত দারিদ্র্য উন সত্তরটি কেন্দ্রের কেন্দ্র্র প্রধানদেরকে নিয়ে একটি কর্মশালা বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন, গাজীপুর যোনের যোনাল ম্যানেজার আবদুল হাদি ( মামুন), কাপাসিয়া এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার মোঃ-ফরিদ মিয়া, জাংগলীয়া কালীগঞ্জ শাখার শাখা ব্যবস্হাপক মোঃ- ফরিদ আহমেদ সহ শাখার সকল সহকর্মী বৃন্দ।
উক্ত কেন্দ্র প্রধান বৈঠকে যোনাল ম্যানেজার গ্রামীণ ব্যাংকের সকল প্রকার সুযোগ সুবিধা উপস্থিতি সকলের সামনে তুলে ধরা সহ জীবন যাপন, ব্যবসা বানিজ্য টাকার সঠিক ব্যবহার ঋণের সঠিক ব্যবহার ও সাধারণ জ্ঞান সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
কেন্দ্র প্রধান বৈঠক শেষে, অধিকাংশ কেন্দ্র প্রধান ডি-নিউজ কে বলেন - শ্রদ্ধেয় স্যারেরা আমাদের যে উপদেশ মূলক কথা বলেছেন তা যদি আমরা ব্যক্তি জীবনে কাজে লাগিয়ে সামনের দিকে অগ্রসর হই, তাহলে অভাব নামক শব্দটি আমাদের আকরাতে পারবেনা কখনো ইনশাআল্লাহ। তাই গ্রামীণ ব্যাংক ও সকল স্যারদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Copyright © 2024 D News 24 TV. All rights reserved.