মোঃ মুজাহিদুল ইসলাম, টঙ্গী থানা প্রতিনিধি।
গাজীপুরের টঙ্গীতে অস্ত্র, মাদক ও জাল টাকাসহ একজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার রাতে টঙ্গী বাজার কালভার্ট মুন্সিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতের নাম অমিত হাসান শেখ (২৪)। সে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কমলা গ্রামের জামাল শেখের ছেলে। অমিত মুন্সিপাড়া জাহাঙ্গীর খানের বাড়ীর ভাড়াটিয়া।
পুলিশ এ ঘটনায় অমিতের স্ত্রী রিয়া আক্তার বৃষ্টি (২০), সোহেল ওরফে গ্যারেজ সোহেল (৩২) ও জরিপ ওরফে কালা জরিপসহ (৪০) পলাতক তিনজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করে।
আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) এর উপ-পরিদর্শক মোহাম্মদ হানিফ জানান, মঙ্গলবার রাতে টঙ্গী বাজার কালভার্ট মুন্সিপাড়া এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন উত্তরার একটি দল ঐ এলাকায় অভিযান চালিয়ে অমিতকে গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি, একটি গুলির খোসা, ২২২পিছ ইয়াবা টেবলেট ২৯ বোতল ফেনসিডিল ও এক হাজার টাকার দুইটি জাল নোট জব্দ করা হয়।গ্রেফতার কৃত অমিতকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকেলে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো.আশরাফুল ইসলাম পিপিএম বলেন, আর্মড পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের শেষে অমিতসহ সকল আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।