দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত শিশুর সংখ্যা। এই অবস্থায় শিশুদের নিরাপদ ভবিষ্যতের কথা মাথায় রেখে ডায়াবেটিসের ওপর সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
শিশুদের স্থূলতা রোধ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীর চর্চার মাধ্যমে ডায়াবেটিস রোগ প্রতিরোধে আরো জ্ঞান বিনিময় করা জরুরি বলেও মনে করছেন তারা ।
আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, বর্তমান সময়ে অধিকাংশ শিশুই স্থূলতায় ভুগছে, এটি তাদের ডায়াবেটিসের জন্য বড় ঝুঁকি। তবে যারা ইতোমধ্যেই ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে, নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্যকর জীবনযাপন তাদের জীবন বাঁচাতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ১ কোটি ৩০ লাখ ডায়াবেটিস রোগী রয়েছে; যা ২০৪৫ সালের মধ্যে প্রায় ২ কোটি ২ লাখ হবে। এটি আমাদের জন্য খুবই আশঙ্কাজনক ব্যাপার। তবে, আরও ভয়াবহ বিষয় হলো ডায়াবেটিস আক্রান্তদের প্রায় বেশিরভাগই জানে না যে তাদের ডায়াবেটিস আছে, যা দিনে দিনে তাদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে।