নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে, নাগরি ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী বাদলের সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেনের সঞ্চালনায় গলান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়েছে।
প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি'র থাকার কথা ছিল। কেন্দ্রীয় সাংগঠনিক কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেনি।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু, বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের যুগ্ম সম্পাদক শাখওয়াত হোসেন, ইউনিয়ন আ'লীগের সভাপতি এস এম আলী, 'ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান অলি উল ইসলাম অলি, উপজেলা আ'লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল করিম সিকদার।
উপস্থিত ছিলেন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ভিপি আব্দুল মতিন খান, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি মাহফুজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান রাজ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, তুমলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফী সোহেল খান, সাধারন সম্পাদক শরিফ হোসেন, নাগরী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমীন।
বক্তারা বলেন বিএনপি যে অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় আসতে চায়, তাদের এই অগণতান্ত্রিক স্বপ্ন কে প্রতিহত করতে যুবলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধ মোকাবেলা করে উন্নয়নের সরকার, শেখ হাসিনা'র সরকার কে সহযোগিতা করতে হবে।
আমরা সকল নেতাকর্মী এক হয়ে আগামী জাতীয় নির্বাচনে কালীগঞ্জ থেকে মেহের আফরোজ চুমকি এমপি কে বিজয়ী করব। দেশের উন্নয়নের জন্য প্রতিটি আওয়ামী লীগের নেতাকর্মী কে এক হয়ে কাজ করতে হবে।
আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য সবাই প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করব।