মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে ৩০ পিছ ইয়াবাসহ টিপু মিয়া (৩৮) নামে একজনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার এসআই তীথংকর দাস জানান, ২৮ অক্টোবর রাত আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি মিশন রোড এলাকায় এক ব্যাক্তি ইয়াবা পরিবহন করছে। আমি এবং আমার থানার এএসআই মুছা, এএসআই রাজু, এএসআই জামাল উদ্দিনসহ মিশন রোডের এসএ এন্টারপ্রাইজের সামনে সন্দেহজনক মনে হওয়ায় টিপু মিয়াকে তল্লাশি করি। তার প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ পিছ ইয়াবা উদ্ধার করি।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন । টিপু মিয়ার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও নারী শিশু নির্যাতন মামলা রয়েছে।