শামীম মিয়া, কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি
সরকারের নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলা শিক্ষা প্রতিষ্টানেে এই প্রথমবারের মতো 'শিক্ষক দিবস’ পালিত হয়েছে।
'শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু 'এই প্রতিপাদ্যে নিয়ে বাংলাদেশের সকল জেলা,উপজেলার ন্যায় গাজীপুরের কালীগঞ্জে শিক্ষক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে আগত শিক্ষকরা এই দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শিক্ষকদের একটি বর্ণাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃমিজানুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো. আসসাদিকজামান।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহানসহ উপজেলার উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন’’।