সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চকরিয়া দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন চকরিয়া নব প্রজন্ম নুরানী মেধা বৃত্তি পরীক্ষা ২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন নরসিংদীতে পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যা, আটক-৪ কালীগঞ্জে শুভ বড়দিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সন্ত্রাসী কর্তৃক মসজিদে গুলি মুসুল্লিদের প্রতিবাদ চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহের পাগলা থানার বলদী খাঁ পাড়ায় নিজ অর্থায়নে রাস্তা পুণঃনির্মান করছেন বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা কাপাসিয়ায় বিজয় দিবসে জামায়াতের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান  কালীগঞ্জে জাতীয়তাবাদী দলের (বিএনপি) র‌্যালির মাধ্যমে বিজয় দিবস উদযাপন কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

গাজীপুরের কালীগঞ্জে শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ।।

জাকারিয়া আল মামুন / ৮৩ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ১২:৫২ অপরাহ্ণ

জাকারিয়া আল মামুন

গাজীপুর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। জেলার ০৫ উপজেলার ছয়টি ভোটকেন্দ্রে একযোগে চলবে। ওই সব উপজেলায় মোট ভোটের সংখ্যা ৬৩৩ টি।

কালিগঞ্জ উপজেলার বালিগাও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটানিং অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সাধারণ সদস্য পদে ২০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে এক নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বীর মুক্তিযোদ্ধা আবু হানিফকে বেসরকারিভাবে নির্বাচিত করা হয়েছে।

তিনি আরও জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য, পৌরসভার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা জেলা পরিষদ নির্বাচনের ভোটার।

গাজীপুর জেলা পরিষদ নির্বাচনের মোট ভোটার ৬৩৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৪৮৪ ও নারী ভোটার ১৫২ জন।

ভোটারদের মধ্যে গাজীপুর সদরের ১৩২ জন, কালিয়াকৈরের ১৩১ জন, শ্রীপুরের ১২০ জন, কাপাসিয়ার ১৪৬ জন ও কালীগঞ্জের ১০৭ জন ভোটার রয়েছেন।

তাদের ভোটে গাজীপুরে একজন চেয়ারম্যান, পাঁচজন সদস্য ও দুজন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন। নির্বাচনে সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট হবে। নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ট্রাইকিং ফোর্স, ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। গত ৩১ অগাস্ট নির্বাচন কমিশন এ নির্বাচনের তফসিল ঘোষণা করে।

প্রতিটি কেন্দ্রে দুটি করে বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে প্রিসাইডিং কর্মকর্তার নেতৃত্বে দুজন করে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও চারজন করে পোলিং কর্মকর্তা নিয়োজিত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন করে পুলিশ পরিদর্শকের নেতৃত্বে কর্মকর্তাসহ ১০ জন পুলিশ সদস্য ও চারজন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

 

ছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে আমরা বদ্ধ পরিকর। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। প্রতিটি কেন্দ্রকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে এবং নিরাপদে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন সেই বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।’

নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত কেন্দ্রীয় আওয়ামী কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা মোটরসাইকেল প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোকসেদ আলম আনারস, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সরকার চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

কালিগঞ্জ উপজেলার দ্বায়িত্বরত প্রিজাইডিং অফিসার বলেন, আমাদের কালিগঞ্জ উপজেলা বালিগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১০৭টি এর মধ্যে দুপুর ১২:২০মিনিট পযন্ত প্রায় ৭০% ভোট কাস্ট হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর