গাজীপুর জেলা প্রতিনিধি
চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে দালান বাজার একাদশ vs কালীগঞ্জ ক্লাব এর মধ্যকার বন্ধুত্ব পূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।
রবিবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ঐতিহাসিক চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কালিগঞ্জ ক্লাব টিম ম্যানেজার মুক্তাদির হোসেন এবং দালানবাজার একাদশের টিম ম্যানেজার আলমগীর মোল্লার উদ্যোগে টুর্নামেন্ট ফুটবল খেলার উদ্বোধন করেন জামালপুর ইউনিয়ন পরিষদ সদস্য কিশোর আকন্দ।
খেলায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি জাকারিয়া আল মামুন,
উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক জিয়া মোল্লা, দৈনিক চৌকোষ পত্রিকার সাংবাদিক উজ্জ্বল রায় , প্রমুখ।
উক্ত ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন কালিগঞ্জ ক্লাব এবং দালানবাজার একাদশ।
খেলায় দালান বাজার একাদশী কে ১/ ০ গোলে কালিগঞ্জ ক্লাব পরাজিত করে।
কালীগঞ্জ ক্লাব ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। কালীগঞ্জ ক্লাবের খেলোয়াদের নামের তালিকা
ক্লাবের সভাপতি আলী আল মারুফ (অনিক)
(১)কেপ্টেনঃরাব্বি ইসলাম(C), (২)তারিকুল ইসলাম( বাপ্পী),(৩) রবিউল ইসলাম পাভেল, (৪) তুহিন আহমেদ, (৫) নাঈম শেখ, (৬)জাকারিয়া হোসেন, (৭) সিয়াম (গোলকিপার), (৮) শ্রাবন আহমেদ, (৯) আহিয়ান সাইফ,(১০) আশরাফুল ইসলাম হিরা (১১) তন্ময়। অতিরিক্ত খেলোয়াড়ঃ (১) সৌরভ দাস, (২) রামীম, (৩) সিয়াম, (৪) আবির হোসেন, (৫) মাসুম মিয়া।
দালান বাজার একাদশ এর খেলোয়াড় দের নামের তালিকাঃ (১)আল-আমিন( ক্যপেটেন্ট), (২) মন্টু (৩) প্রিন্স, (৪) ফেরদৌস (৫) প্রভাত (৬) সুকান্ত (৭) তাওহীদ (৮) আল আমিন (৯) ইমন (১০) রিদয় (১১) মুন্না
খেলাটি পরিচালনা করেনঃ সরোয়ার, সহ – কারী রেফারি হিসাবে ছিলেনঃ ১। তাওহীদ, ২। মাহবুব।