কলম সৈনিকদের চোখ হোক সদা জাগ্রত ও বিচরণ হোক সর্বত্র বিস্তৃত এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে নরসিংদীর রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি পালিত হয়েছে।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সোমবার (৩ সেপ্টেম্বর) ক্লাব প্রতিষ্ঠার এক বছর পূর্তিতে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এই বর্ষপূর্তির অনুষ্ঠান পালন করা হয়।
বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাব সদস্যসহ উপস্থিত অন্যান্য সংবাদকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন।
রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা থানার পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খলিলুর রহমান, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও নরসিংদী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন এবং নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুল হাসান সোহেল।
রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহার সঞ্চালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা বশির আহমেদ মোল্লা, ফজলুল হক চৌধূরী খোকা, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক (রায়পুরা) মাহাবুবুল আলম লিটন, রায়পুরা উপজেলা আ.লীগ সাবেক ক্রীড়া সম্পাদক একেএম মহিউদ্দিন, রায়পুরা উপজেলা যুব কমান্ড সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক বকুল মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলমগীর হোসেন, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র রায়পুরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিবু সাহা, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ তন্ময় কুমার সাহা, দপ্তর সম্পাদক এম আজিজুল ইসলাম, সদস্য শফিকুল ইসলাম, পারভেজ মোশারফ, তাসলিমা আক্তার, নিজাম উদ্দিন, দিদার মিয়া, ফয়সাল আহমেদ প্রমূখ।
বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার শেষে উপস্থিত সবাইকে উপজেলা রিপোর্টার্স ক্লাবের এক বছর পূর্তিতে কেক কেটে ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদের খাইয়ে দেন প্রধান অতিথি আজগর হোসেন।
পরে বর্ষপূর্তির আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তালিকাভুক্ত শিল্পী দিদার, মো. সালাউদ্দিন, জামাল হোসেন ও এরশাদ গাজী।