গাজীপুরের কালীগঞ্জের নলছাটা রেল ক্রসিংয়ে ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে ১ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত সোহেল হাসিব খান (৫০) উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের আলী আজম নায়েব মিয়ার ছেলে।
অন্যদিকে গুরুতর আহত গাড়িচালক সজিব আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১১টায় দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় নোয়াখালী হতে ঢাকাগামী উপকূল এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম। স্থানীয়রা জানান, রেল ক্রসিংটি অরক্ষিত অবস্থায় অর্থাৎ গেটম্যান না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। গত বছরের শেষ নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত একজন অধ্যাপক তার স্ত্রীসহ দুজন এবং চলতি বছরের মে মাসের ২ তারিখ তাল বোঝাই পিকাপের তিনজন ব্যবসায়ী দূর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান। কালীগঞ্জে এ রকম আরও প্রায় ৮টি অরক্ষিত রেলগেট রয়েছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এসআই বলেন, বেলা সাড়ে ১১টায় কালিগঞ্জ উপজেলার নলছাটা রেলক্রসিং এলাকায় নোয়াখালী হতে ঢাকা গামী উপকূল এক্সপ্রেসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও গাড়ি চালকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মূলত এই রেলক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।