'তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য নিশ্চিত হউক' প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারাজানা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা শাহদাৎ হোসেন, তথ্য আপা সোহা তামান্না প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও নানা শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।