সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ৬ দফা দাবিতে ইউনিলিভার শ্রমিকদের মানববন্ধন  কাপাসিয়ায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গনে মুচি বাড়ি নদী গর্ভে বিলীনের পথে কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩জনকে অর্থদণ্ড গাজীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন সচিব রেজাউল মাকছুদ জাহেদী মাধবদীতে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহত পরিবারকে অনুদান প্রদান বাংলাদেশ ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির মতবিনিময় সভা তিতুমীরস্থ পিরোজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা, আবু বকর সভাপতি, হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক এবং মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক  কাপাসিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন মালয়েশিয়া যাওয়া কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া

কালিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

জাকারিয়া আল মামুন / ১৪২ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪০ অপরাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে  গাজীপুরের কালীগঞ্জে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন পালিত হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য উত্তরসূরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮শে সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসসাদিকজামান  এর  সভাপতিত্বে ও  উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ  সম্মেলন কক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে দিনটি পালন করা হয়েছে।

বিকাল ৪টায় কালীগঞ্জ পৌর ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এইচ এম আবু বক্কর চৌধুরীর সঞ্চালনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগদান করায় উপস্থিত হতে পারেননি। এ সময় তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইস এম আবু বক্কর চৌধুরীর মাধ্যমে কালীগঞ্জবাসীকে প্রধান মন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানান।

এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এস এম রবিন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুর্শিদ কুলি খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মাইনুল ইসলাম, সদস্য ও কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আহমদুল কবির আবু খান, মো. শাহ আলম দেওয়ান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন, পৌর যুবলীগের সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. বাদল হোসেন ভূইয়া, সহ-সভাপতি মো. লোকমান হোসেন পনির উপস্থিত ছিলেন।

পরিশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতীর উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর মদিনাতুল মনোয়ারা মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা মুফতি মো. আবু হানিফ।

অন্যদিকে বুধবার (২৮শে সেপ্টেম্বর) বাদ জোহর কালীগঞ্জ থানা মসজিদ প্রাঙ্গণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম দিন পালন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন কালীগঞ্জ থানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মো. ইমদাদুল হক। এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন সরকার, পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রতন আকন্দ, পৌর যুবলীগের সহ-সভাপতি ও সাংবাদিক মো. লোকমান হোসেন পনিরসহ শতাধিক ধর্মপ্রাণ মুসুল্লী।

সংবাদটি শেয়ার করুন :


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর