আগের ম্যাচে বল হাতে সেরা দুই পারফর্মার ছিলেন মুস্তাফিজুর রহমান আর শরিফুল ইসলাম। আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তাদের ছাড়াই খেলতে নামছে বাংলাদেশ।
বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই। আগামী ২৪ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে নিজেদের শক্তিসামর্থ্য পরখের সুযোগ আছে অবশ্য। আমিরাতের বিপক্ষে ম্যাচসহ বিশ্বকাপের আগে কমপক্ষে আরও পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ আছে বাংলাদেশের।
সেই সব ম্যাচে নিজেদের বাজিয়ে দেখার সুযোগটা ছাড়েনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। মুস্তাফিজ আর শরিফুলের একাদশ থেকে বাদ পড়া তারই অংশ।
এছাড়া বাংলাদেশ দলে আর কোনো পরিবর্তন নেই। আগের ম্যাচে ছয় বল খেলে শূন্য রানে ফেরা সাব্বির রহমান, আর বল হাতে ৪ ওভারে ৪০ রান হজম করা সাইফউদ্দিনরা টিকে গেছেন দলে।
বাংলাদেশ একাদশ
নুরুল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ।