গাজীপুরের কালীগঞ্জে (গাজীপুর ইটাখোলা হাইওয়েতে) ব্যাঙের ছাতার মত অনুমোদনবিহীন ভাবে গড়ে ওঠা তিনটি পেট্রোল পাম্প কে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উম্মে হাফছা নাদিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
২৩শে সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের (গাজীপুর-ইটাখোলা হাইওয়ের) আজমতপুর চৌরাস্তা সংলগ্ন মেসার্স জারিফ এন্টারপ্রাইজ ৫০ হাজার, মেসার্স কে.এন এন্টারপ্রাইজ ২০ হাজার এবং মেসার্স মদিনা এন্টারপ্রাইজ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উম্মে হাফছা নাদিয়া জানান, তারা সরকারি আইন অমান্য করে অনুমোদন বিহীনভাবে জ্বালানি তেল বিক্রয় করে আসছিল আজকে জরিমানা আদায় করা হয়েছে এবং লাইসেন্স করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে আইন ভঙ্গকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এসময় উপজেলা ভূমি অফিসের বেঞ্চ সহকারী মাহাবুবুল ইসলাম সহ কর্মচারীবৃন্দ, কালিগঞ্জ থানার সহকারি সাব ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।