চলমান এসএসসি পরীক্ষার চার বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড।
বুধবার (২১ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরে চলমান এসএসসি পরীক্ষার গণিত (১০৯), পদার্থ বিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান ( ১৩৪) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
স্থগিত বিষয়গুলোর পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়, স্থগিত বিষয়গুলো ছাড়া অন্য সকল বিষয়ের পরীক্ষা রুটিন অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
এর আগে প্রশ্নপত্র ওলট-পালটের কারণে যশোর শিক্ষা বোর্ডের কয়েকটি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া এমসিকিউ পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে বলে এরই মধ্যে যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়েছে।