কালীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার এক নারী (৬০) যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালককে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর পৌণে দুইটার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বালীগাঁও গ্রামে থাকা গ্লাস ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
তাৎক্ষণিক নিহতের নাম পরিচয়-শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে আহত চালকের নাম জাকির হোসেন (৩৪) বলে জানা গেছে। তিনি বক্তারপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বালীগাঁও গ্রামে থাকা গ্লাস ফ্যাক্টরি এলাকা অতিক্রম করে আনুমানিক দুপুর পৌনে ২টার দিকে বাইপাস সড়ক দিয়ে ঘোড়াশালের দিকে যাচ্ছিল সিএনজি চালিত একটি অটোরিকশা। একই সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা এক নারী যাত্রী ও চালক মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। চালককে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইউনুস কবির বলেন, দুপুর ২টা ১০ মিনিটে গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। সে সময় চিকিৎসাধীন অবস্থায় এক নারীরা মৃত্যু হয়। এছাড়াও জাকির হোসেন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার্ড করা হয়েছে। তারা দু’জনেই মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ছিল।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। আহত চালককে ঢাকায় রেফার্ড করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।