রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে মো. সিরাজুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। এসময় তার কাছে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কল্যাণপুর খাজা সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, দারুস সালাম থানার কল্যাণপুর খাজা সুপার মার্কেট এলাকায় ইয়াবা বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ সিরাজুলকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সিরাজুল একজন পেশাদার মাদক কারবারি। দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।