অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ঢাকা জেলার রাজস্ব শাখা সামলানোর দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা শিবলী সাদিক (১৭২৩০)। তিনি সর্বশেষ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে শিবলী সাদিককে ঢাকা জেলার রাজস্ব শাখার দায়িত্ব দেয়া হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভাস্কর দেবনাথ বাপ্পির (১৬৩৯৬) কাছ থেকে রাজস্ব শাখার দায়িত্ব বুঝে নেন শিবলী সাদিক।
এর আগে ১৯ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় যোগদান করেন শিবলী সাদিক।
জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব কে এম আল-আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক শিবলী সাদিককে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ঢাকা জেলায় পদায়ন করা হয়। একইদিন পৃথক এক প্রজ্ঞাপনে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভাস্কর দেবনাথ বাপ্পিকে (১৬৩৯৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।
তাঁরা দু’জন পূর্বে কালীগঞ্জে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য: (বিসিএস) ৩১তম ব্যাচের কর্মকর্তা ২৮ ভাস্কর দেবনাথ বাপ্পি ২০২০ সালের ৬ জুলাই অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এর আগে তিনি ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নরসিংদীর পলাশ উপজেলায় দায়িত্ব পালন করেন। এছাড়াও ভাস্কর দেবনাথ বাপ্পি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালীগঞ্জে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, (বিসিএস) ৩১তম ব্যাচের কর্মকর্তা শিবলী সাদিক ২০২১ সালের ২০ ডিসেম্বর (সোমবার) উপপরিচালক হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে যোগদান করেন। এর আগে তিনি ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কালীগঞ্জে দায়িত্ব পালন করেন।
এর আগে ২০১৯ সালের ৩০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা শিবলী সাদিককে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের লক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা।
শিবলী সাদিক সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঢাকার মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের দায়িত্ব পালন করেছেন।
তাঁর নিজ জেলা নোয়াখালী।