নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। জেলা আওয়ামী লীগে একাধিক গ্রুপিং থাকায় সুষ্ঠ সম্মেলন হওয়া নিয়ে শঙ্কা রয়েছে অনেকের মাঝে। তৃণমূলের নেতা-কর্মীদের প্রত্যাশা আগামী সম্মেলনের মাধ্যমে গ্রুপিং মুক্ত কমিটি উপহার দিবেন আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা।
১৭ সেপ্টেম্বর শনিবার দুপুর দুই ঘটিকায় নরসিংদী মোসলেহ্ উদ্দীন ভূঁইয়া স্টেডিয়ামে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । সম্মেলনকে প্রাণবন্ত, উৎসবমুখর করতে নরসিংদী জেলা জুড়ে নির্মাণ করা হয়েছে প্রায় ২০০ টিরও অধিক তোরণ। এছাড়াও পদপ্রত্যাশীদের ব্যানার, ফেস্টুন ও পোষ্টারে ছেয়ে সমগ্র নরসিংদী জেলা।
সরজমিনে ঘুরে কথা হয় জেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীদের সাথে তারা জানান, দীর্ঘ দিন ধরে অভ্যন্তরীন কোন্দলে জর্জরিত নরসিংদী জেলা আওয়ামী লীগ। এরই মাঝে দুটি গ্রুপে বিভক্ত হয়েছে জেলার আওয়ামী রাজনীতি।
নেতাকর্মীরা জানান,একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন, সদর আসনের সাংসদ ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরো (বীরপ্রতীক) এমপি। অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন, নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল। দুটি গ্রুপই চাচ্ছেন আগামী সম্মেলনে নিজেরা নেতৃত্ব আসতে।
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন ডজন খানেক নেতা। সভাপতি পদে লড়ছেন,বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, সদর আসনের সাংসদ মোহাম্মদ নজরুল ইসলাম হিরো, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান পিয়ার, নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের চেয়ারম্যান, কামরুল আশরাফ খাঁন পোটন।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন,কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল,
নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী,শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া,শহর যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন সরকার,মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান বিরু,বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, নরসিংদী জেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, লে. কর্ণেল (অব) মুহাম্মদ ফারুক খাঁন এমপি,সভাপতি মন্ডলীর সদস্য, এড. কামরুল ইসলাম এমপি,যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মণি এমপি, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য,সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দীন আহমেদ রাজু এমপি,শিল্প মন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি সহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও নরসিংদীর বিভিন্ন আসনের সংসদ সদস্য বৃন্দ,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি.এম তালেব হোসেন ও সঞ্চালণা করবেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,পীরজাদা কাজী মোহাম্মদ আলী।
নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি.এম তালেব জানান, সম্মেলন সফল করতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন।
দলীয় গ্রুপিং প্রসঙ্গে তিনি বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর সবাইকে ঐক্যবদ্ধ করে এক মঞ্চে নিয়ে আসার জন্য চেষ্টা করেছি।