নিউজ ডেস্ক:
এশিয়া কাপ শুরুর কয়েকদিন আগেই বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্টের দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছিলেন শ্রীধরণ শ্রীরাম। এরপরই দলের সঙ্গে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে আজ বুধবার মিরপুরে সংবাদমাধ্যমে প্রথমবারের মতো কথা বলেছেন সাবেক ভারতীয় এই ক্রিকেটার। কথা বলার প্রথম দিনেই জানিয়ে গেলেন চুক্তি বাড়াতে আসেননি তিনি।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিসিবি আজ ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে। ঘোষিত এ দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, এছাড়া নতুন করে দলে যুক্ত হয়েছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। দল ঘোষণার পরই কথা বলেন শ্রীরাম, সেখানে তিনি জানান বাংলাদেশের জন্য সর্বোচ্চ চেষ্টাই করবেন।
এ নিয়ে শ্রীরাম বলেন, 'আমি এখানে আমার চুক্তি বাড়াতে আসিনি। আমি চুক্তিবদ্ধ থাকা সময়ের জন্য আমার ক্ষমতার সেরা কাজটি করতে এখানে এসেছি। এক্সটেনশনের কথা ভাবা কাজ করার সঠিক উপায় নয়। আমি বাংলাদেশের জন্য সেরা কাজটা করব হৃদয় এবং আত্মা দিয়ে।'
স্পিন অলরাউন্ডার শেখ মেহেদীকে কয়দিনই বা চেনেন শ্রীরাম, এর মধ্যেই টাইগার স্পিনারকে ভালোবেসে ফেলেছেন নতুন এই টেকনিক্যাল কনসালট্যান্ট। ঠিক কি কারণে মেহেদীকে ভালোবাসেন সেটাও ব্যাখ্যা করে এই কনসালট্যান্ট জানান, দলে মেহেদী অসাধারণ এক চরিত্র।
শ্রীরাম বলছিলেন, 'আমাদের ১৫ জন খেলোয়াড় নির্বাচন করতে হত। আমি মাহেদীকে ভালোবাসি। দলে সে এক অসাধারণ চরিত্র, ভালো শক্তি নিয়ে আসে। তবে আমরা স্পিনবান্ধব কন্ডিশনে খেলব না। আমাদের সেই একটি অতিরিক্ত সিম বোলিং বিকল্পটি বহন করতে হয়েছিল। মেহেদী ও নাসুমের মধ্যে খুব ঘনিষ্ঠতা ছিল। আমরা নাসুমকে বেছে নিয়েছি কারণ সে ভারত ও পাকিস্তানের শীর্ষ তিনের সঙ্গে দুর্দান্ত ম্যাচ আপ করেছে। মেহেদীকে মিস করাটা খুবই দুর্ভাগ্যজনক ছিল। এশিয়ায় খেলা প্রতিটি দলেই তিনি থাকবেন।'
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস, ইয়াসির রাব্বি ও নুরুল হাসান সোহান। দলে ফেরা এই তিন ক্রিকেটার কেমন সেটা নিয়েও ছোট করে এক প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রীরাম।
এই কনসালট্যান্টের মতে, 'লিটন দাস একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার। নুরুলের নিজের খেলা সম্পর্কে ভালো জ্ঞান আছে। আমি ইয়াসিরকে আরও দেখতে আগ্রহী। টি-টোয়েন্টি দল হিসেবে বাংলাদেশের যে ক্ষমতার অভাব রয়েছে তার। কেউ যে দড়ি পরিষ্কার করতে পারে এবং সীমানা খুঁজে পেতে পারে। আমি মনে করি রাব্বি একটি খুব উত্তেজনাপূর্ণ সম্ভাবনা।'