সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চকরিয়া দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন চকরিয়া নব প্রজন্ম নুরানী মেধা বৃত্তি পরীক্ষা ২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন নরসিংদীতে পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যা, আটক-৪ কালীগঞ্জে শুভ বড়দিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সন্ত্রাসী কর্তৃক মসজিদে গুলি মুসুল্লিদের প্রতিবাদ চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহের পাগলা থানার বলদী খাঁ পাড়ায় নিজ অর্থায়নে রাস্তা পুণঃনির্মান করছেন বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা কাপাসিয়ায় বিজয় দিবসে জামায়াতের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান  কালীগঞ্জে জাতীয়তাবাদী দলের (বিএনপি) র‌্যালির মাধ্যমে বিজয় দিবস উদযাপন কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন (দুলাল) আর নেই।

D News 24 ডেস্ক : / ১১৭ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৩ অপরাহ্ণ

মোঃমুক্তাদির হোসেন-ষ্টাফ রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নাধীন বাইশর গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টায় ঢাকার ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৮ বছর।

দলীয় ও পারিবারিক সূত্র‌ে জানা গেছে, মো. দেলোয়ার হোসেন দুলাল জামালপুর কলেজ শাখা ছাত্র সংসদের ক্রীয়া বিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং খলাপাড়া দারুল আমান দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি ১৯৬৪ সালের পহেলা সেপ্টেম্বর বাশাইর গ্রামে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
মরহুম মো. দেলোয়ার হোসেন দুলাল এর জনাজার নামাজ বুধবার (১৪ সেপ্টম্বর) বেলা ২টায় স্থানীয় বাশাইর নুরে মদিনা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

মো. দেলোয়ার হোসেন দুলাল এর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর চৌধুরী, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবিন হোসেন গভীর শোক প্রকাশ করেন।

অপর দিকে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহিম খন্দকার, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আরাফাত খন্দকার, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল আমিন দেওয়াম আল আবেদী শোক প্রকাশ করে মরহুমের শোকাভিভূত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এবং এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করার জন্য আল্লাহ তায়ালার দরবারে ফরিয়াদ জানান।

সংবাদটি শেয়ার করুন :


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর