ডি নিউজ ডেক্স:
গাজীপুরের কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ, উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা ৫ দফা দাবীতে কর্মবিরতি পালন করছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মস্থলে কর্মবিরতি পালন করছেন তারা।
এ সময় উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শোভন বলেন, গত ১১ সেপ্টেম্বর রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংবাদ সম্মেলন করেন। এ সময় ১২ হতে ১৫ সেপ্টেম্বর (সোমবার হতে বৃহস্পতিবার) দেশের সকল উপজেলা, জেলা ও অধিদপ্তরে অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা করেন।
তারই অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ কল্যাণ পরিষদের কর্মসূচী অনুয়ায়ী কর্মবিরতি পালন করছি। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকল সেবা প্রদান বন্ধ রয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হবে। এর মধ্যে আমাদের ৫ দফা দাবী আদায় না হলে আগামী ১৭ সেপ্টেম্বর (শনিবার) পূনরায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের সভায় আগামী দিনের কর্মসূচী ঘোষণা করা হবে।
আমাদের ৫ দফা দাবী সমূহঃ ১। দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন। ২। জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা (জিআরআরও) পদ আপগ্রেডেশন। ৩। উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন। ৪। সচিবালয়ের ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন। ও ৫। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ করতে হবে